আজ সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে এনটিভি অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন ইস্যু নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। আমাদের ওই বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। ওই সময় আমরা ঘোষণা করেছিলাম যে, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শিগগিরই খুলে দেওয়া হবে।’
গতকাল রোববার নিরাপত্তা ইস্যুতে ফেসবুকের সঙ্গে বৈঠক করে সরকার। এ দিনও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে।
পরে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই খুলে দেওয়া হবে।
ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের কাছে ফিল্টারিংসহ জাতীয় নিরাপত্তা বিষয়ক কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তারা এ প্রস্তাবগুলো ফেসবুক সদর দপ্তরে পাঠাবে। একইভাবে ফেসবুক কর্তৃপক্ষও কিছু সুপারিশ করেছে। এগুলো নিয়ে আমরাও পর্যালোচনা করে দেখছি। আশা করছি শিগগির একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া যাবে।’
নিরাপত্তার কারণে গত ১৮ নভেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার বন্ধ করে দেয় সরকার। পরে ২১ নভেম্বর রাতে যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।