বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে কামরানকে মাঠে নামায় চিটাগাং। কিন্তু ওই ম্যাচে মাত্র ১২ রান করার পর আর নামানো হয়নি তাকে। এ নিয়ে চিটাগাংয়ের ওপর বেশ ক্ষুব্ধ কামরান আকমল। পাকিস্তানের দ্য নেশন পত্রিকার সঙ্গে টেলিফোনে নিজের হতাশা প্রকাশ করেন পাকিস্তানের এ উইকেটরক্ষক, 'দলটির সঙ্গে চুক্তি করার আগে পরিষ্কার করে বলেছিলাম বিপিএলে মাঠে নামার জন্য খেলতে রাজি আমি, সাইড বেঞ্চে বসে থাকার জন্য নয়। এভাবে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকাটা আমার জন্য ক্ষতিকর। চুক্তি করার সময় আমার এজেন্ট জানিয়েছিলেন, আমাকে বেশিরভাগ ম্যাচেই মাঠে নামানো হবে। আর দিলশান এই দলে নেই; কিন্তু পরে দিলশান এই দলে যোগ দেন। আমি চিটাগাং ভাইকিংসের ম্যানেজমেন্টকে বলেছি যদি তাদের আমার সার্ভিসের প্রয়োজন না থাকে তাহলে আমাকে যেন ছেড়ে দেওয়া হয়। তাহলে আমি দেশে ফিরে কায়েদ-ই-আজম ট্রফি এবং ঘরোয়া লীগের অন্যান্য টুর্নামেন্টে খেলব; কিন্তু এখনও তারা আমার অনুরোধে কর্ণপাত করেননি।'
লেখকঃ প্রযুক্তির ছোঁয়া
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)