হ্যাকিং বিষয়ক প্রথম টিউন আজ করতে যাচ্ছি। অনেকদিন থেকে লিখব লিখব করেও লেখা হচ্ছে না। আজ অনেকটা মনের উপর জোর খাটিয়েই লিখতে বসে পড়লাম। আমার এই হ্যাকিং বিষয়ক টিউন বেশ কয়েকটি পর্ব পর্যন্ত চলবে। এই আলোচনায় আমরা হ্যাকিং এর প্রাথমিক দিক সম্পর্কে ধারণা নিব, সবচাইতে সহজ এবং প্রচলিত হ্যাকিং টুলস নিয়ে আলোচনা করব, টুকটাক হ্যাকিং করব। সবচেয়ে বড় কথা আমাদের কোন বাধা থাকবে না, আমরা পৃথিবীর যেকোন সাইট নিয়ে আলোচনা করতে পারি।
তবে তার আগে বলে রাখছি, আমার দেখানো সবগুলো টিউনই "শুধুমাত্র প্রাথমিক শিক্ষা এবং হ্যাকিং সম্পর্কে ধারণা পাবার জন্য। " হ্যাকিং থেকে বাঁচার জন্য যা একান্ত দরকারী। অনেকটা "এইডস" এর মত। 'বাঁচতে হলে জানতে হবে। তবে এর দ্বারা কেউ কারও ক্ষতি করলে বা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দ্বায়ী থাকব না। আপনারা নিজ নিজ দ্বায়িত্তে অগ্রসর হবেন। আর কথা বাড়ালাম না।
এবারে আসুন শুরু করিঃ-
সামনের বেশকিছুদিন আমরা ইদানিংকালের সবচাইতে জনপ্রিয় এবং সহজ হ্যাকিং পদ্ধতি- "Phishing" নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখব কিভাবে পিশিং সাইট বানানো যায় এবং এর কিভাবে এর মাধ্যমে যেকারও Username এবং Password হ্যাক করা যায়।
তবে তার আগে পিসিং সাইট নিয়ে সামান্য কথা বলে নিই। Phishing এর মাধ্যমে আপনি কোন সাইটের লগিন পেজ বানাতে পারবেন, যা দেখে কেউ ধরতেই পারবে না যে, সেটি আসল সাইট নয়। কেউ যদি সেই সাইটে লগিন করে তাহলে তার ইউসারনেম এবং পাসওয়ার্ড সরাসরি আপনার কাছে চলে যাবে। যেমনঃ- এখানে দেখুন- আমি Yahoo এর লগিন পেজ বানিয়েছি। (সার্ভার পরিবর্তনের কারণে আমার এই লিঙ্কটি কোন কোন সময় কাজ নাও করতে পারে। তাই লিঙ্ক এ কোন কিছু না পেলে ঘাবড়ে যাবেন না। সবগুলো স্টেপ নির্দিধায় ফলো করুন।) আপনি যদি এখানে লগিন করেন, তাহলে আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড সরাসরি আমার কাছে চলে আসবে। মজার জিনিস না??
তাহলে আসুন আজ আমরা শিখি কিভাবে ইয়াহু এর পিশিং সাইট বানাব-
এজন্য আমাদের একটি হোস্টিং সাইটের দরকার হবে। গুগুলে একটু সার্চ দিলে এধরণের অনেক ফ্রী সাইট পাবেন। তবে আমি আপনাদের 110mb.com সাইটটি ব্যবহার করতে বলব। কারণ এর ইউসার ইন্টারফেস বেশ সহজ। তাই প্রথমেই নিচের দেখানো ছবির মত 110mb.com সাইটে একটি ফ্রী একাউন্ট খুলে নিন। আপনার মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিন।
- এরপর আমার দেয়া এই জিপ ফাইলটি ডাউনলোড করে Extract করে নিন।(মাত্র ১১ কিলোবাইট) এর ভিতরে একটি ফোল্ডার পাবেন, যেখানে Index.html এবং Login.php নামে দুটি ফাইল পাবেন। এ দুটি হল ইয়াহু মেইলের এর পিশিং স্ক্রীপ্ট।
- এবার 110mb.com সাইটে লগিন করুন এবং নিচের দেখানো ছবির মত File Manager এ ক্লিক করুন।
- লক্ষ্য করুন, এখানে index.html নামে আগে থেকেই একটা ফাইল আছে। নিচের ছবির মত সেই ফাইলটিতে ক্লিক করে "Delete Selected" এ ক্লিক করে "Yes" করে ফাইলটি ডিলেট করে দিন।
- এবার নিচের ছবির মত আপলোড বাটনে ক্লিক করে আমার দেয়া ফাইলদুটি আপলোড করুন।
- ব্যাস, পিশিং সাইট বানানো শেষ!! এবার যে ইউসারনেম ব্যবহার করে 110mb.com এ লগিন করেছিলেন, তার শেষে .110mb.com যোগ করে আপনার ব্রাউসারে লিখে Enter চাপুন। যেমনঃ- আমার ইউসারনেম ছিল- shuvotut1 তাই আমার সাইটের নাম হবে- shuvotut1.110mb.com এবার যেকোন ইউসারনেম/পাসওয়ার্ড দিয়ে আমাদের বানানো ইয়াহু সাইটে লগিন করুন। এরপর 110mb.com এ ফিরে গিয়ে লগিন করে File Manager ওপেন করে দেখুন, Password.txt নামে নতুন একটি ফাইল এসে গেছে। সেখানে ক্লিক করলে- নিচেরদিকে লগিন করতে ব্যবহার করা আপনার ইউসারনেম/পাসওয়ার্ড দেখতে পাবেন। আরও ভালভাবে বুঝতে নিচের ছবিতে দেখুন-
আজ এ পর্যন্তই। পরবর্তিতে অন্য কোন সাইটের পিশিং স্ক্রীপ্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভাল থাকুন......। আর হ্যা, ইমেজগুলো বড় করে দেখতে ইমেজের উপড় ক্লিক করুন।