যেভাবে বানাবেন খেলনা জাহাজ।

শিশুরা খেলনা পছন্দ করে। আর পানিতে ভাসমান খেলনার প্রতি শিশুদের লোভ একটু বেশি। একটা বোট পানিতে ভেসে বেড়াচ্ছে দেখতেও মনোমুগ্ধকর। আপনার বাসার প্রিয় শিশুর হাতে যদি আপনারই বানানো পপ বোট থাকে,  তাহলে ব্যাপারটা আনন্দের বটে। আসুন, জেনে নেই কিভাব পরিত্যক্ত ক্যান দ্বারা পপ বোট বানানো যায়।

যা যা লাগবে

১. একটি খালি কোকের ক্যান
২. ব্লু টেক গাম
৩. দুইটি শক্ত পাইপ
৪. একটি প্লাস্টিকের প্যাকেট
৫. একটি কাঁচি
৬. একটি মার্কার
৭. একটি স্কেল
৮. একটি প্লায়ার্স
৯. একটি স্কচটেপ
১০. একটি স্ট্যাপলার
১১. একটি ছোট মোমবাতির কৌটা

যেভাবে বানাবেন

প্রথমে কাঁচি দিয়ে কোকের ক্যানটির দু’পাশের গোল অংশটি কেটে ফেলুন। এবার রাউন্ড ক্যানটাকে সোজা করে টেবিলে রাখুন। এবার একটি মার্কার দিয়ে দৈর্ঘ্য x প্রস্থ (১৮x৬) সেন্টিমিটার করে রেখে চারিদিকের অবশিষ্ট অংশ কেটে ফেলুন। তারপর লম্বা অংশটিকে মাঝখান বরাবর ভাঁজ করুন। ভাঁজ করা অংশটিকে খুলে এক পাশে মার্কার ও স্কেলের সাহায্যে চারিদিকে ১ সে.মি. জায়গা পর্যন্ত দাগ দিন। এবার কাঁচি দিয়ে যেদিকে ভাঁজ করা হয়েছে সেদিক বাদে অন্য তিনদিক  থেকে ১ সে.মি. করে কেঁটে নিন।

এবার ব্লু টেক গাম থেকে একটি গামের স্টিক বের করে হাত দিয়ে রোল করে ১/২ সে.মি. পর্যন্ত লম্বা করুন। এবার ক্যানের যে অংশটি থেকে ১ সে.মি. করে কেঁটে নেয়া হয়েছিলো, সেখানে লম্বালম্বিভাবে গাম লাগিয়ে গামের অতিরিক্ত অংশ কাঁচি দিয়ে কেটে নিন। এবার গাম লাগানো অংশটিকে গাম ছাড়া অংশের সঙ্গে সংযুক্ত করেন। লাগানোর পর যে পাশে গাম নেই, সে পাশ্বেও লম্বালম্বি ভাবে গাম লাগান।

ক্যানের যে অংশে ১সে.মি করে অতিরিক্ত রেখে দেয়া হয়েছিলো, সে অংশ গাম লাগানো অংশের সঙ্গে সংযুক্ত করুন। এবার প্লায়ার্স দিয়ে গাম লাগানো অংশ গুলোতে চাপ দিন যাতে গামগুলো ভালো করে লেগে যায়। ক্যানের শরীরটি দেখতে এখন একটি কাগজের প্যাকেটের মতো হবে। এবার কাঁচি দিয়ে ভাঁজ হওয়ার অতিরিক্ত অংশটিকে কেটে ফেলুন।

আরেকটি ব্লুটেক গাম নিন। এটাকে প্রস্থে ১ সে.মি. পর্যন্ত বৃদ্ধি করুন। এবার দুটি স্ট্র পরপর সংযুক্ত করুন গামটির সঙ্গে।
গাম লাগানো পাইপের অংশটিকে কাগজের প্যাকেট সদৃশ ক্যানের ভেতরে প্রবেশ করান। এর পর ব্লু টেক গাম দিয়ে প্যাকেটের মুখ ভালো করে বন্ধ করে দিন। এবার প্যাকেটের যে অংশটুকু খোলা রয়েছে, তা ভাঁজ করে প্লায়ার্স দিয়ে ভালো করে টাইট দিয়ে দিন। এবার আপনার বোটের ব্রয়লার প্রস্তুত।

এবার পরীক্ষা করার জন্য একটি বাটিতে পানি নিয়ে ব্রয়লারের অংশটুকু ভিজিয়ে দেখুন। পাইপে ফু দিয়ে দেখুন। কোন দিক দিয়ে পানি প্রবেশ করে কি না! যদি পানি প্রবেশ করে তাহলে গাম দিয়ে ছিদ্রটি বন্ধ করুন।
বোটের বডি তৈরি করার জন্য প্লাস্টিকের প্যাকেটটির মাঝ বরাবর কেটে ফেলুন। 

 এবার মাঝখানে কেবিন বানানোর জন্য অন্য পাশ থেকে ছোট একটি অংশ কাটুন। আর বড় অংশটি দিয়ে একটি জানালা সহ কেবিন বানিয়ে ফেলুন।
যে অংশটিকে অক্ষত রাখা হয়েছে তার মাঝ বরাবর একটি ছিদ্র করুন। এবার ছিদ্রর উপরে এবং নিচে ব্লু টেক গাম লাগান। পাইপের বড় অংশগুলো ছিদ্র দিয়ে প্রবেশ করান। যাতে বাঁকানো ছোট অংশটি বডির উপরে থাকে।  এবার স্কচটেপ দিয়ে পাইপগুলোকে প্লাস্টিকের বডির সঙ্গে সংযুক্ত করুন। 

এবার পাইপের যে অংশটুকু বোটের বাইরে যাচ্ছে, সে অংশটুকু কাঁচি দিয়ে কাটুন।
স্ট্যাপলারের সাহায্যে কেবিনটিকে মূল প্লাস্টিক বডির সঙ্গে সংযুক্ত করুন। এবার ব্লুটেক গাম দিয়ে পাইপের সংযোগস্থল ভালো করে পরীক্ষা করে দেখুন। এবার আপনার বোটটি পানি নিরোধক হলো।

বোটটির ব্রয়লার ঠিক মতো কাজ করছে কি না দেখার জন্য পাইপের অতিরিক্ত অংশটির একটি মুখ কাঁচি দিয়ে অফ কাট দিন। পাইপের অংশটিকে ব্রয়লারের সঙ্গে সংযুক্ত একটি পাইপের মধ্যে প্রবেশ করান। তারপর মুখে পরিস্কার পানি নিয়ে একটি পাইপ দিয়ে পানি প্রবেশ করান। যদি অন্য পাইপ দিয়ে পানি বের হয়, আপনার ব্রয়লারটি শতভাগ কাজ করছে।

এবার মোমবাতির কৌঁটা টিতে আগুন লাগিয়ে বোটের যে পাশে ব্রয়লারটি হেলে আছে, সে পাশে রাখুন। মোমবাতির আগুনে ব্রয়লারটি উত্তপ্ত হবে। তাপশক্তি গতি শক্তিতে পরিণত হবে। আর চলতে শুরু করবে আপনার বোট।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট