প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,
বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘খুব অল্প সময়ের মধ্যেই’
খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে এক সংবাদ
সম্মেলনে তিনি একথা বলেন।
কোন দিন ফেসবুক খুলে দেওয়া হচ্ছে- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক
সদরদপ্তরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই
আমরা ফেসবুক খুলে দিতে পারব।’
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট দিন বা সময় বলতে পারছি না। তবে অল্প সময়ের মধ্যে
ফেসবুক আনব্লক করে দিব বলে জানাচ্ছি।’
নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ অনলাইনে যোগাযোগের কয়েকটি
অ্যাপস বন্ধ করে দেয় সরকার। তবে অনেকেই বিকল্প পন্থায় এগুলো ব্যবহার করছে।
ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর তার উত্তরে আলোচনার আগ্রহও
প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
আগামী ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে
জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তবে এই চিঠির সঙ্গে ফেসবুক খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি
জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই ফেসবুকসহ সব অ্যাপস
খুলে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে বিতর্ক উৎসব সম্পর্কে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের ৭০
শতাংশ তরুণ নতুন আইডিয়া নিয়ে আসে। দেশের পলিসি তৈরিতে তাদের অংশগ্রহণ
দরকার।’
তিনি বলেন, বিতর্কের সব বিষয় হবে প্রযুক্তিনির্ভর। তরুণ বিতার্কিকদের
বিতর্কের আইডিয়াগুলো গবেষণা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী জানান, দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক প্রতিযোগিতা হবে।
এতে অংশ নেবে ১৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের চার শতাধিক
বিতার্কিক। দুই মাসব্যাপী চলবে এই প্রতিযোগিতা। পুরো প্রতিযোগিতায়
দেশের ৫০০০ তরুণ সম্পৃক্ত হবে।
‘তথ্য যুক্তি প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্কের আয়োজক বাংলাদেশ ডিবেট
ফেডারেশন ও ক্যাম্পাস টু কেরিয়ার টোয়েন্টিফোর ডটকম। সহযোগিতায় রয়েছে
একাত্তর টিভি, এনজিও অক্সফামসহ ৮টি প্রতিষ্ঠান।
বিতর্কে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন দল পবে ৩টি ম্যাকবুক। প্রত্যেক বিতার্কিক
একটি পেনড্রাইভ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ উপহার হিসেবে
পাবেন। রানার্সআপ দল পাবে ৩টি আইফোন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদারের
সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, ক্যাম্পাস টু
কেরিয়ার’র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি অঞ্জুলি
সরকার প্রমুখ।
লেখকঃ Unknown
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
ছদ্মনামে নামে চালানো যাবেনা ফেসবুক। ফেসবুকে 'রাতের সূর্য', 'দিনের তারা' এরকম ছদ্মনামের একাউন্টের কারণে নানা বিড়ম্বনায় পড়েন ব্যবহার
রোববার বৈঠকের পরই খুলে যাচ্ছে ফেসবুক! নিরপত্তা ইস্যুতে আগামী ৬ ডিসেম্বর রোববার সাময়িকভাবে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর
4G-তে অতিরিক্ত চার্জ ইন্টারনেট সেবার বিকাশ বাধাগ্রস্ত করবে। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার বাড়ানোর মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ- রূপকল্প ২০২১’ বাস্তবায়নে
হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ভিডিও কল! পৃথিবীর জনপ্রিয় সব ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। গত সেপ্টেম্বরে বিশ
নিজে নিজে কার্টুন বানান। আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল
দোকানে চুরি বন্ধে ফেসওয়াচ প্রযুক্তি। ব্রিটেনের বিপণী বিতানগুলিতে ছিঁচকে চুরি রোধ করতে নতুন এক প্রযুক্তি ব্যবহারের ওপর পরীক্
পরবর্তী পোষ্ট
ফেসবুকের বিষয়ে আমি নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র।
ফেসবুকের বিষয়ে আমি নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র।
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)