অচিরেই ফেসবুক খুলে দেওয়া হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ফেসবুক সাময়িক বন্ধ, অচিরেই তা খুলে দেওয়া হবে।’
গতকাল বুধবার সন্ধ্যায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ম্যাস কমিউনিকেশন এবং মিডিয়া আর্টস বিভাগ আয়োজিত মিডিয়া বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইনু এ কথা জানান।
ইনু বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়া আইনের ঊর্ধ্বে নয়। সরকার ও প্রশাসনকে আলোকিত করে গণমাধ্যম। গণমাধ্যমকে নিয়মের মধ্যে থেকেই কাজ করা উচিত।’
অনুষ্ঠানে অংশ নেয় ১১টি টেলিভিশন চ্যানেল। এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এনটিভি। রানার্সআপ সময় টেলিভিশন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক চার্লস সি ভিলোনোভা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

লেখকঃ