মহান আল্লাহ তা'য়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি?


মহান আল্লাহ তা'য়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি?
ইসলাম ডেস্ক: আমাদের সমাজে অনেকেই আছেন যারা মহান আল্লাহ তা’য়ালাকে ‘খোদা’ বলে ডাকেন। কিন্তু আল্লাহ তায়ালাকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি না, এটা কি আপনি জানেন? এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ তা’য়ালা নিজেই দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা ইসরার ১১০ নম্বর আয়াতে ও সূরা হাশরে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘খোদা’ বলে আল্লাহকে ডাকা শিরক। মোট কথা আল্লাহর দেয়া গুনবাচক নাম ব্যাতিত অন্য কোন নামে তাকে ডাকা শিরক। [সুরা ইসরা:১১০, হাশর] অর্থ্যাৎ আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে, যারা ‘খোদা’ বলে আল্লাহকে ডাকবে তারা শিরককারী। আর শিরককারীর স্থান জাহান্নামে। সুতারাং এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত, যে আমরা আর কখনো আল্লাহকে তার ৯৯টি নাম ছাড়া অন্য কোন নামে যেন না ডাকি। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট